Posts

YouTube Theke Kivabe Taka Income Kora Jay | ইউটিউবে ভিডিও বানিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায়

Image
    YouTube থেকে কী ভাবে পয়সা ইনকাম করা যায়? আপনি যদি YouTube থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সহজে কিছু উপায় আমি আপনাদের দেখাতে যাচ্ছি যেগুলি follow করে আপনি সহজেই YouTube থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি এর আগে YouTube বা অন্য কোনও প্ল্যাটফর্মে কাজ না করে থাকেন, অর্থাৎ ভিডিও বানিয়ে সেই Video-র মাধ্যমে টাকা ইনকাম না করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য যথাযত কার্যকরী হতে যাবে। আমি এখানে সবকিছু আপনার সাথে বিস্তার আলোচনা করেছি কীভাবে আপনি YouTube থেকে সহজেই উপার্জন করতে পারবেন। ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনার বিশেষ কিছু।জিনিস মাথায় রাখতে হবে সেগুলি আমি।আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। YouTube Channel কীভাবে তৈরি করব YouTube থেকে টাকা উপার্জন করার জন্য সর্বপ্রথম আমাদের একটি YouTube Channel দরকার হবে। সে ক্ষেত্রে আপনি আপনার Gmail account ব্যবহার করে সহজেই একটি YouTube channel তৈরি করতে পারবেন। YouTube Channel তৈরি করার সময় আপনি একটি চ্যানেলের নাম এবং একটি চ্যানেলের হ্যান্ডেল দেবেন। পরবর্তীতে আপনি চাইলে এগুলো বদলাতে পারেন এবং চ্যানেল তৈরি করার সময় আপনার একটি চ্যানে...